সদরঘাটে ডিঙি নৌকায় লঞ্চের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৬ জানুয়ারি ২০১৯

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার রাত ১১টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে একটি ডিঙি নৌকায় চার যাত্রী কেরানীগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাপথে তাদের নৌকাটিকে ধাক্কা দেয় একটি লঞ্চ। এতে চারজন নিখোঁজ হন। পরে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন- রোজিনা বেগম (৪০), মমতাজ বেগম (৫০) ও মতিয়ার (৫০)। এ ছাড়া আদিব নামে এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। এ চারজনই কেরানীগঞ্জের কবরস্থান রোডে থাকতেন।

সদরঘাট নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেইউ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।