চীনে কমেছে স্মার্টফোন বিক্রি
চীনে অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যাওয়ার কারণে সেখানে বিক্রি কমতে শুরু করেছে স্মার্টফোনের। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটিতে স্মার্টফোন ডিভাইস বিক্রি দাঁড়িয়েছে মোট ৮ কোটি ৮৭ লাখ ইউনিট, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ কম। খবর টেলিকম এশিয়া।
৫০০ ডলার বা তার বেশি মূল্যের উচ্চ প্রযুক্তির ডিভাইসের চাহিদা বৃদ্ধির ফলে চীনের স্মার্টফোন খাতের বাজারমূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৬৮০ কোটি ডলারের ঘরে। এ সময় ইউনিট হিসেবে ডিভাইস বিক্রি কমলেও বাজারমূল্যে দেশটির সংশ্লিষ্ট খাত এগিয়ে গেছে।
এপ্রিল-জুন প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় চীনে উচ্চ প্রযুক্তির ডিভাইসের চাহিদা বেড়েছে ৪৯ শতাংশ। জিএফকের পক্ষ থেকে উচ্চ প্রযুক্তির ডিভাইসের চাহিদা ২৮ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।
এ বিষয়ে বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকের ট্রেন্ডস অ্যান্ড ফোরকাস্টিং বিভাগের পরিচালক কেভিন ওয়ালশ বলেন, ব্রাজিল, রাশিয়া এবং চীনের মতো বেশ কয়েকটি শীর্ষ দেশে সামষ্টিক অর্থনীতির দুর্বল প্রবণতা এখনো বিদ্যমান। তবে এ ধরনের অবস্থা থেকে যখন কোনো দেশ ঘুরে দাঁড়াতে শুরু করে, তখন তা দ্রুত গতিতে হয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে এ উত্তরণ ঘটে অত্যন্ত দ্রুত।
এআরএস/এমএস