মোদিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা শেখ হাসিনার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির বাংলাদেশ মিশন এক বার্তায় জানিয়েছে, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের চমৎকার সময় যাচ্ছে। ভারত শুধু বাংলাদেশের ঘনিষ্ট প্রতিবেশীই নয়, দুই দেশই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নিজেদের মধ্যে সাধারণ বিষয়গুলো ভাগাভাগি করে নিচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং বেড়ে ওঠার সঙ্গে আমাদের দুই দেশের অনেক মিল রয়েছে। যা সামনের দিনগুলোতে দুই দেশের প্রগতি এবং উন্নয়নের ধারা আরও শক্তিশালী করবে।’

ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে পালন করা হয়। ওইদিন গণপরিষদে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়। এর আগ পর্যন্ত ভারতের শাসন ব্যবস্থা ‘১৯৩৫ সালের ভারত সরকার আইন’ অনুযায়ী চলত। প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় দিবস।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।