এএসপি হলেন ৮৬ পুলিশ পরিদর্শক


প্রকাশিত: ১১:১১ পিএম, ২৪ আগস্ট ২০১৫

পুলিশের ৮৬ জন পরিদর্শককে (ইন্সপেক্টর) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এক আদেশে এই পদোন্নতির তালিকা প্রকাশ করা হয়।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ৫ম গ্রেডে ১৮৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৭ম গ্রেডে ২০৯ জন এএসপি সিলেকশন গ্রেড প্রাপ্ত হন। চতুর্থ গ্রেডে ২৮ জন পুলিশ সুপার টাইম স্কেল প্রাপ্ত হন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন সিআইডির জুলফিকার মো. গাজ্জালী, কক্সবাজারের মো. আবদুর রব, ময়মনসিংহের শহীদ সুকরানা, রাজশাহী ডিএন্ডপিএসের মো. আসাদুজ্জামান, সিআইডির আফজাল হোসেন, যশোরের আসলাম খান, সিআইডির হাফিজুল ইসলাম, ময়মনসিংহের মো. হামিদুল ইসলাম, সিআইডির মো. সুলতান আহম্মেদ, শেরপুরের মতিউর রহমান, পুলিশ সদর দফতরের মো. আজিজুর রহমান, ডিএমপির হোসনে আরা বেগম, এসবি ঢাকার খোরশেদ আলম ভূঁইয়া, শিল্পাঞ্চল পুলিশের জসিম উদ্দিন, লক্ষ্মীপুরের বশির আহাম্মদ, সিআইডির স্বপন কুমার ককসী, চট্টগ্রামের উনু মং, এসবি ঢাকার (মিশনে কর্মরত) বেলাল হোসেন মল্লিক, সিআইডির শামীম উর রশীদ পীর, সিআইডির জাকির হোসেন সরকার, খুলনার ইলিয়াস ফকির, এসবির শামসুন নাহার খানম, কক্সবাজারের এএসএম আজাদ, বাগেরহাটের বেলায়েত হোসেন, সিআইডির শাহ জালাল, এসবির আবুল বাশার ও মসিউর রহমনা, কুড়িগ্রামের বজলুর রশীদ, চট্টগ্রামের কাজী শাহাবুদ্দীন আহমেদ, সিআইডির সামছুউদ্দিন আহমেদ, ময়মনসিংহের এমরান আলী, সিআইডির রতন কৃষ্ণ নাথ, বগুড়ার আবু হায়দার মো. ফয়জুর রহমান, সিআইডির মৃণাল কান্তি সাহা, বরগুনার সুকুমার রায়, ডিএমপির শফিকুল ইসলাম শিকদার, সিলেটের কামরুল ইসলাম, দিনাজপুরের আবদুল হাই সরকার, ফরিদপুরে সৈয়দ মোহসিনুল হক, খাগড়াছড়ির নূর মোহাম্মদ বেপারি, নারায়ণগঞ্জের মো. আলমগীর, এসবির সৈয়দ শফিকুল ইসলাম, কুমিল্লার খোরশেদ আলম, সিআইডির কায়সার আলী, এসবির কামরুল আহসান, খুলনার মিহির কুমার দাস, জয়পুরহাটের আবুল কালাম আজাদ, টিডিএস ঢাকার মিজানুর রহমান তালুকদার, সিআইজির জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলের রেজাউল করিম, নীলফামারীর সহিদুর রহমান, এসবির আলমগীর হোসেন, মাদারীপুরের জহুরুল ইসলাম হাওলাদার, কক্সবাজারের কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, ডিএমপির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত) রুহুল আমিন, ডিএমপির নজরুল ইসলাম, ডিএমপির শ্যামল চৌধুরী (মিশনের কর্মরত), ডিএমপির মশিউর রহমান, চাঁদপুরের এএইচ এনায়েত উদ্দিন, রাজবাড়ির শহীদুল ইসলাম, পিবিআইয়ের এএইচএম আসাদ হোসেন (লিয়েনে কর্মরত), এসবির আবু মাহরফ মো. শাহনূর, ফরিদপুরের এফএম মহিউদ্দিন, সিলেটের মুহাম্মদ নূরুল আবছার খান, চট্টগ্রামের জাহেদুল ইসলাম, এসবির সিরাজুল ইসলাম, কেএমপির ইদ্রিস আলী, ডিএমপির শহর যানবাহন ও পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান, সিএমপির শহর যানবাহন ও পুলিশ পরিদর্শক মো. ফারুক আহাম্মেদ ভূঁইয়া, ডিএমপির শহর যানবাহন ও পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন, ডিএমপির শহর যানবাহন ও পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, টুরিস্ট পুলিশের শহর যানবাহন ও পুলিশ পরিদর্শক মঞ্জুর হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পলক কুমার ঘোষ, ঢাকার ইমরাত হোসেন, নওগাঁর আনোয়ার হোসেন, চট্টগ্রামের মাকসুদুর রহমান, পটুয়াখালীর আবদুল খালেক খান, ময়মনসিংহের নজরুল ইসলাম, লালমনিরহাটের খালেক উজ জামান, ফেনীর জাকির হোসেন, চাঁপাইনবাবগঞ্জের মনছুর রহমান, বরিশালের আবু জাফর, খুলনার কাজী শাহদত হোসেন, এসএমপির আবদুল লতিফ খান, চাঁদপুরের (আরআই) আলা উদ্দিন আহমেদ ও টাঙ্গাইলের আরআই তাজ উদ্দিন খান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।