প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করবে ইসি
প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্বাচন কমিশন (ইসি) ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ‘নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও সহজগম্যকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন।
সিইসি বলেন, প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডাতে অফিস স্থাপন করা হবে।
বিশ্বের ১৫৭টি দেশে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রে নাম অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছেন।
সিইসি নূরুল হুদা বলেন, বাংলাদেশে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নয়াদিল্লির সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, রাশিয়া ও কাজাখস্তানের নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নেন। এতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর প্রধান নির্বাচন কমিশনারের এটাই প্রথম বিদেশ সফর।
জেপি/বিএ