কারওয়ান বাজারে দুইশ স্থাপনা অপসারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে রাখা ২০০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) কারওয়ান বাজার এলাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

dncc

অভিযানকালে ফুটপাত দখল করে রাখা ২০০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার মাধ্যমে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে।

dncc

প্রতিষ্ঠান চারটি হচ্ছে- গ্রিন ল্যান্ড, সিয়াম ফার্নিচার, নিউ স্টার হার্ডওয়্যার ও তৃপ্তি হোটেল। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।