আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার


প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৪ আগস্ট ২০১৫

আবৃত্তি একাডেমির সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণীয় রাখতে এবং আবৃত্তি চর্চার প্রসারে সংগঠনের পক্ষ থেকে দু’দিনব্যাপি উৎসবের আয়োজন করা হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমির ‘সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি’ মিলনায়তনে শুক্র ও শনিবার উৎসবটি অনুষ্ঠিত হবে।

উৎসবে আলোচনা সভা, সনদ বিতরণ, সম্মাননা প্রদান, দলীয় আবৃত্তি প্রযোজনা “পথ কবিতার আসর” পরিবেশিত হবে। এছাড়াও থাকবে আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তি শিল্পীগণের একক আবৃত্তি পরিবেশনা। সংগঠনটি শুদ্ধ মাতৃভাষা বাংলা চর্চার নিমিত্তে যূথবদ্ধ হয় সতের বছর পূর্বে।

সংগঠনের প্রত্যাশা , দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ ও লালন সেই সঙ্গে আবৃত্তি শিল্পের প্রসারে  আবৃত্তি একাডেমির সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করবে।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।