দক্ষিণের ১৮টি ওয়ার্ড হবে ‘আধুনিক ঢাকা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, `ঢাকা দক্ষিণের নবগঠিত ১৮টি ওয়ার্ড ২০৩০ সালের মধ্যে হবে আধুনিক ঢাকা শহর। এ লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। শুধু ঢাকা-৪ এর বাবলা সাহেবের নির্বাচনী এলাকার নবগঠিত দুটি ওয়ার্ডে দেড়শ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে শ্যামপুর শিল্প এলাকায় আরও ২০ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হবে। এসব কাজ সম্পন্ন হলে পুরোপুরি বদলে যাবে শ্যামপুর-কদমতলীর বর্তমান চিত্র।’

বৃহস্পতিবার দুপুরে শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী শিল্প মালিক সমিতি আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, তাজুল ইসলাম তাজু, মাইনুল হোসেন, সাইফ উদ্দিন আহমেদ, শেখ মাসুক রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা ড. দিলীপ রায়, হেদায়েতুল ইসলাস স্বপন, মো.নাসিম মিয়া, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নুর হোসেন প্রমুখ।

মেয়র খোকন আরও বলেন, চলমান মেট্রোরেল প্রকল্প ও এলিভেটেড এক্সপ্রেস শ্যামপুর-কদমতলী পর্যন্ত বিস্তৃত করা হবে। যাতে করে এ এলাকার মানুষ দ্রুত রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারে।

শিল্প-কারখানার বর্জ্য যাতে বুড়িগঙ্গা নদীতে না পড়ে সেজন্য প্রতিটি কল-কারখানায় ইটিপি প্লাস বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

এমইউএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।