মুহিতকে বিদায়, কামালকে বরণ করলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিদায় এবং নবনিযুক্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বরণ করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এনবিআর সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে মুহিতকে বিদায়ী শুভেচ্ছা এবং মুস্তফা কামালকে শুভেচ্ছা ও স্বাগতম জানান এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে এনবিআর সদস্য, সিনিয়র কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে নবনিযুক্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এনবিআর চত্বরে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে নিজ কক্ষে নিয়ে আসেন মোশাররফ হোসেন ভূঁইয়া। এর প্রায় পাঁচ মিনিট পর একইভাবে সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিজ কক্ষে নিয়ে আসেন তিনি। এরপরই বিদায়-বরণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে আবুল মাল আবদুল মুহিতের বিষয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মোশাররফ হোসেন ভূঁইয়া। অবসর নিলেও তিনি এনবিআরের অভিভাবক থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

nbr

এ সময় মুহিত বলেন, ‘অবসরে গেছি মানে সক্রিয় কর্মকাণ্ডে নেই, তবে একেবারেই শেষ হয়ে যায়নি। বর্তমান অর্থমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আগামী বাজেটের বিষয়ে যেকোনো সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাবেন বলেও জানান সাবেক অর্থমন্ত্রী।’

মুহিত বলেন, ‘আগে কর বিভাগ ভয়ঙ্করভাবে জনবিচ্ছিন্ন ছিল। এখন সে অবস্থা আর নেই। এখন তরুণরা ব্যপকভাবে আয়কর দিচ্ছে। আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা এখন ৩০ লাখ ছাড়িয়েছে। এটাকে এক কোটিতে উন্নীত করা সম্ভব।’

এ জন্য নতুন অর্থমন্ত্রী ও এনবিআরকে পরামর্শ দিয়ে মুহিত বলেন, ‘করদাতার সংখ্যা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অল্প বেতনে নিয়োগ দিয়ে একটা জরিপ চালানো যেতে পারে। তারা বাড়ি বাড়ি গিয়ে সম্পদের হিসাব নিয়ে আসবে। সে সম্পদের ভিত্তিতে কর নির্ধারণ করা যেতে পারে। পরীক্ষামূলকভাবে এ কাজটি করা যেতে পারে বলে মত দেন তিন।’

এমইউএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।