মন্ত্রী-এমপিদের নামে বিভ্রান্তিকর পোস্ট : আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণাসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের নামে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে মোহাম্মদ আলী রুবেল (২৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে বাংলাবাজার এলাকার খান প্লাজার তৃতীয় তলায় একটি বইয়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

আটকের সময় তার কাছ থেকে দু'টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, রুবেল তার নিজের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণাসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের নামে বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করে আসছিল। আটকের পর তার ফেসবুক অ্যাকাউন্ট যাচাই করে এসব গুজবের সত্যতা পাওয়া গেছে।

রুবেল পুরান ঢাকার বংশাল এলাকায় থাকেন। তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান মেজর আশরাফুল হক।

এআর/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।