খাদ্যে ভেজালবিরোধী অভিযান আরো জোরদার করার নির্দেশ মেয়রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

সপ্তাহব্যাপী খাদ্যে ভেজালবিরোধী অভিযান শেষ হওয়ার পর ভেজাল নিয়ন্ত্রণে আনতে ফের কঠোরভাবে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোড থেকে খাদ্যে ভেজালবিরোধী অভিযান উদ্বোধনকালে মেয়র সাঈদ খোকন এই অভিযান আরও জোরদার করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

সাঈদ খোকন বলেন, ‘খাদ্যে ভেজালের বিষয়টি জনগণের মাঝে উৎকণ্ঠায় পরিণত হয়েছে। খাদ্যে ভেজালের পরিমাণ সর্বত্র ছড়িয়ে পড়েছে, যে কারণে নাগরিকদের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, খাদ্যে ভেজাল, মাদক, সন্ত্রাস কঠোর হস্তে দমন করা হবে। এই বার্তা ইতোমধ্যে সব সংস্থার কাছে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে।’

১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ভেজালবিরোধী অভিযান শুরু হওয়ার প্রসঙ্গ টেনে মেয়র বলেন, ‘আমরা আগে শুধু আর্থিক জরিমানা করতাম। ভেজাল নিয়ন্ত্রণে আমরা এবার কঠোর হয়ে অভিযানের সময় অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। সেই সঙ্গে আর্থিক জরিমানা, অনেকের ট্রেড লাইসেন্স বাতিল এবং বিভিন্ন রেস্তোরাঁ সিলগালা করে দেয়া হয়েছে। নাগরিকরা আমাদের এমন অভিযানে সাধুবাদ জানিয়েছে, পাশাপাশি এমন অভিযান অব্যাহত রাখতে আমাদের অনুরোধ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা আবারও ভেজালবিরোধী অভিযান শুরু করছি। খাদ্যে ভেজালের বিষয়টি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আর এই অভিযানের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধ জানাব, আপনার কঠোর হস্তে অভিযান আরও জোরদার করবেন।’

হোটেল, রেস্তোরাঁ মালিকদের সতর্ক করে দিয়ে সাঈদ খোকন বলেন, ‘হোটেল, রেস্তোরাঁর মালিক এবং সংশ্লিষ্টদের বলব, খাদ্যে ভেজাল বিষয়ে আপনারা সংশোধন এবং সতর্ক হয়ে যান। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

কারাদণ্ডের মেয়াদ বাড়ানোর পাশাপাশি আর্থিক জরিমানাও বাড়ানো হবে জানিয়ে মেয়র বলেন, ‘রেস্তোরাঁগুলোতে আমাদের অভিযান শুধু সীমাবদ্ধ থাকবে না, পাশাপাশি যারা ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে।’

এসময় মেয়র বেইলি রোডে অবস্থিত নবাবী ভোজ রেস্তোরাঁয় ঢুকে সেখানকার ভেতরের পরিবেশ পরিদর্শন করেন। পাশাপাশি খাদ্যে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে দূরে থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্যে ভেজালবিরোধী বিশেষ অভিযানে সম্পৃক্ত হয়ে ডিএসসিসিকে সহযোগিতা করছে নিরাপদ খাদ্য অধিদফতর, র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব), বিএসটিআই, ওষুধ প্রশাসন পরিদফতরসহ অন্যান্য সংস্থাগুলো।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য অধিদফতরের প্রতিনিধি তুষার আহমেদ, র‍্যাবের ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বিএসটিআইয়ের প্রতিনিধি আজহারুল হক, ওষুধ প্রশাসন পরিদফতরের প্রতিনিধি মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।