বাংলাদেশের প্রেক্ষাপটে পররাষ্ট্র নীতির বাস্তবতা শীর্ষক সেমিনার


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৪ আগস্ট ২০১৫

মিরপুর সেনানিবাসের ন্যাশানাল ডিফেন্স কলেজে (এনডিসি) সোমবার ‘বাংলাদেশের প্রেক্ষাপটে পররাষ্ট্র নীতির বাস্তবতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সেমিনারটির উদ্বোধন করেন ন্যাশানাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
 
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরীতা নয়’ নীতির আলোকে বাংলাদেশ একটি দূরদর্শী পররাষ্ট্র নীতি অনুসরণ করছে। দেশে কূটনৈতিক স্বার্থরক্ষার সঙ্গে সঙ্গে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
 
সেমিনারে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বাংলাদেশের বৈদেশিক নীতি বাস্তবায়ন এবং সম্ভাব্যতা সর্ম্পকে বক্তব্য দেন। এসময় এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের জন্য ন্যাশানাল ডিফেন্স কলেজকে সাধুবাদ জানান।
 
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশানাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সাথে যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।
 
সেমিনারে কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন, বিশিষ্ট বুদ্ধিজীবিসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২টি দেশের ২৫ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ কলেজের ৭৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাও এতে অংশ নেন। সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

এআর/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।