না.গঞ্জে ডায়রিয়ার প্রকোপ কমেছে : চিহ্নিত হয়নি কারণ


প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৪ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করেছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। প্রকোপ কমে আসলেও ডায়রিয়ার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি তারা।

মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড.মাহমুদুর রহমান সোমবার সন্ধ্যায় জাগো নিউজকে জানান, ওই এলাকায় ডায়রিয়ার প্রকোপ কমে এসেছে। সোমবার সারাদিনে মাত্র ১১জন গার্মেন্টস কর্মী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মহাখালী আইসিডিডিআর’বি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি জানান, ড. ওয়ালিউর রহমানের নেত্বত্বে আইইডিসিআরের ১০ সদস্যের অনুসন্ধান দল আজ ইপিক গার্মেন্টস পরিদর্শন করেছেন। তাদের দলে সাতজন চিকিৎসক, দুইজন ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও একজন টেকনিশিয়ান রয়েছেন।

অনুসন্ধান টিমের সদস্যরা গার্মেন্টসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সামগ্রিক তথ্যউপাত্ত সংগ্রহ করেছেন। গত কয়েকদিনে শ্রমিকরা কী ধরনের খাবার খেয়েছেন বা খাবার পানি কোথায় থেকে সংগ্রহ করেছেন তা জেনেছেন। তবে অসুস্থ শ্রমিকদের অধিকাংশই কাজে এখনও ফিরে না আসায় তেমন তথ্যউপাত্ত আজ সংগ্রহ করা সম্ভব হয়নি।

ড. মাহমুদুর রহমান জানান, কোনো এলাকাতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে অনুসন্ধান দল মূলত কি কারণে প্রকোপ দেখা দিল তার মূল কারণ খুঁজে বের করে এবং ভবিষ্যতে যেন এমনটি না ঘটে সে ব্যাপারে নির্দেশনা প্রদান করে থাকে।

উল্লেখ্য গত চারদিনে আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টেসের শতাধিক কর্মী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আইসিডিডিআরবিতে ভর্তি হয়।

এমইউ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।