প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ফেরদৌস-ফরহাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে সচিব উপ-সচিব পদমর্যাদায় দু’জনকে। এরা হলেন- ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ ফরহাদ আলী। এ দু’জনকে নিয়োগ দিয়ে বুধবার (২৩ জানুয়ারি) পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৭ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে বলা হয়।

ফেরদৌস আহমেদ খান সরকারের সচিবের পদমর্যাদা ও বেতনে এবং ব্যারিস্টার শাহ ফরহাদ আলীকে উপ-সচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা স্কেলের প্রারম্ভিক ধাপ ৪৩ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

এমইউএইচ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।