সবজি মেলা শুরু কাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

‘নিরাপদ সবজি করব চাষ পুষ্টি মিলবে ১২ মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সবজি মেলা-২০১৯।

রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সংসদ সদস্য ও কৃষিবিদ আব্দুল মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।

এর আগে জাতীয় সবজি মেলা ২০১৯ উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হবে। কেআইবি চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেআইবি চত্বরে র‌্যালিটি শেষ হবে।

এফএইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।