‘খারাপ করলে বহিষ্কার হতেই হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২২ জানুয়ারি ২০১৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন ইকবাল মাহমুদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ, আর্থিক লেনদেন ও দুর্নীতির অনুসন্ধানে পাওয়া তথ্য ফাঁস হওয়ার ঘটনায় দুদক পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে দুদক চেয়ারম্যান বলেন, ‘খারাপ কাজ করলে বহিষ্কার হতেই হবে। সদ্য পদোন্নতি পাওয়ার পরও মাফ করা হয়নি তাকে (ফজলুল হক)।’

দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা হয়েছে কিনা- জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘কোনো তালিকা করছি না। যাদের বিরুদ্ধে গাফিলতি ও অপরাধের অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ, অবৈধ লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে মঙ্গলবার দুদক পরিচালক ফজলুলক হককে সাময়িক বরখাস্ত করা হয়।

এফএইচ/এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।