মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩০০ কোটি টাকার ফ্লোটিং রেট সাবঅর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার অনুষ্ঠিত কমিশনের ৫৫২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। যার মেয়াদকাল হবে ৭ বছর। বন্ডটি হবে ফুলি রিডিমেবল, নন-কনভার্টেবল ও ফ্লোটিং রেট সাবঅর্ডিনেট বন্ড। এটি ৭ বছরে সম্পূর্ণ মুক্ত হবে। যা শুধু মাত্র আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ আর্থিক সঙ্গতি সম্পন্ন বিনিয়োগকারীরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।
উল্লেখ, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাদের টায়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল এবং ক্যাপিটাল অ্যাডিকিউসি রেশিও বৃদ্ধির কাজে ব্যয় করবে।
বন্ডটির লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসেবে কাজ করছে আরএসএ ক্যাপিটাল ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।
এসআই/একে