ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পেলেন সেই চার তরুণ


প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৪ আগস্ট ২০১৫

ফ্রান্সের দ্রুতগতির একটি ট্রেনে মরক্কোর এক বন্দুকধারীর হামলা প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ তিন আমেরিকান ও এক ব্রিটিশকে দেশটির সর্বোচ্চ সম্মাননা ‘লিজিয়ন অব অনার’ দেয়া হয়েছে।

সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ঐতিহ্যবাহী অ্যালিসি প্যালেসে এক অনুষ্ঠানে এই তিন সাহসী ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করেন। তিনি বলেন, এ ঘটনা মানবতার জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত। অন্য দুই ব্যক্তিকেও খুব শিগগিরই সম্মাননা প্রদান করা হবে বলে ওলাঁদ জানান। 

শুক্রবার মরক্কোর নাগরিক আয়ুব আল খাজ্জানি (২৫) দ্রুতগতির থেলিস ট্রেনে বন্দুক নিয়ে হামলা চায়। এসময় জীবনের ঝুঁকি নিয়ে তাকে প্রতিহত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক স্পেন্সার স্টোন, আলেক স্কারলাটোস, অ্যান্থনি স্যাডলার ও ব্রিটিশ নাগরিক ক্রিস নরম্যান। এছাড়া আরো দুই ব্যক্তি ওই সময় প্রতিরোধে অংশ নেন।

উল্লেখ্য, বিখ্যাত সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট ১৮০২ সালে এ সম্মাননা চালু করেন।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।