এটিএম বুথে নিরাপত্তাকর্মীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২১ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

রাজধানীর বারিধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সোয়া ৬টার দিকে স্থানীয় দুইজন মরদেহটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ বারিধারা জে ব্লকের হাতিলের শোরুমের নিচের বুথটি থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম শামীম। তার বয়স ২৪ বছর। মরদেহটির মাথা থ্যাতলানো ছিল।

পুলিশের ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিলকিস জাগো নিউজকে বলেন, ‘শামীম রাতে বুথে ঘুমিয়েছিল। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শামীমের বাবা থানায় এসেছেন। পুলিশ তার মৃত্যুর রহস্য জানার চেষ্টা করছে।’

ঘটনাস্থল থেকে ভাটারা থানার এসআই শাহাবউদ্দিন জাগো নিউজকে বলেন, ‘সকালে সংবাদ পেয়ে আমি এখানে আসি। বুথের মেঝেতে শামীমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সে কাথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। সেই অবস্থায়ই তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে এটা দেশীয় হাতুড়ি বা রডের আঘাত।’

তিনি বলেন, ‘বুথের ভেতর দুটি সিসিটিভি ক্যামেরা ছিল। সেটির ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, বুথের ভেতরের টাকার ভল্টটি অক্ষত রয়েছে। সেটির কোনো ক্ষতি কিংবা টাকা চুরি হয়নি।’

এআর/পিআর/এসজি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।