ফেরত গেলো অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৪ আগস্ট ২০১৫

অপির্ত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১৫ ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে আরো পর্যালোচনার জন্য অনুশাসন দিয়ে ভূমি মন্ত্রণালয়ে খসড়াটি ফেরত পাঠানো হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে আইনটি ওঠানো হলে আরো পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দেন।

মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, অর্পিত সম্পত্তি আইনের খসড়াটি আরো পর্যালোচনা করে ফের উত্থাপনের জন্য ভূমি মন্ত্রণালয়কে বলা হয়েছে। কিছু অনুশাসন দেওয়া হয়েছে, আরো পর্যালোচনা করে দেখার জন্য।

দেশে যেসব অর্পিত সম্পত্তি আছে, তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর ২০১৩ সালের ১ এপ্রিল ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১৩’ খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনের খসড়াটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হলে ২৫ এপ্রিল আরো সংশোধনীর জন্য মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়।

এসএ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।