তৃতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিল


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৮ জুলাই ২০১৪

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় তৃতীয়বারের মতো তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাজমুল হকের কাছে এ প্রতিবেদন দাখিল করেন। তবে শুধু মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে।

এ ঘটনায় পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও চার সপ্তাহ সময় প্রার্থনা করা হয়েছে বলে জানান উপ-সচিব মিজানুর রহমান খান। তিনি বলেন, ‘এ খুন কারা ঘটিয়েছে সে ব্যাপারে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি। কিন্তু কেন ঘটিয়েছে তা বিস্তারিত জানতে আরও সময় প্রয়োজন। তাই আদালতের কাছে চার সপ্তাহ সময়ের আবেদন জানানো হয়েছে।’

এ ঘটনায় ৩৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ ছাড়া র‌্যাব ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান মিজানুর রহমান। গত ১৪ মে প্রথম তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।