হরিজনদের পুনর্বাসনের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯

রাষ্ট্রের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হরিজনদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

শনিবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশজুড়ে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। 'পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো' একটি গুরুত্বপূর্ণ কাজ করে আমরা দেশের মানুষের স্বাস্থ্য ভালো রাখার পবিত্র দায়িত্ব পালন করছি। কিন্তু এ দেশের নাগরিক হিসেবে এই জনগোষ্ঠী আজও ভূমিহীন। সরকারের বরাদ্দ করা কলোনিগুলোতে গাদাগাদি করে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। রাজধানীর কমলাপুর সংলগ্ন গোপীবাগ রেলওয়ে হরিজন কলোনিতে দীর্ঘ ৪৫ বছর যাবত ১৭৭টি পরিবার কাঁচাঘরে বসবাস করছে।

তারা বলেন, ‘রাষ্ট্রের চলমান উন্নয়নে হরিজনরা বাইরের কেউ নয়। প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, আমরা ভূমিহীন, আমাদের বেঁচে থাকার জন্য গোপীবাগ রেলওয়ে কলোনির অসহায় হরিজনদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রনাথের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি গজন লাল, সাধারণ সম্পাদক বিমল হরিজন, সুচিত্রা রানী প্রমুখ।

এএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।