পর্যটনকে বিকশিত করতে নেয়া হচ্ছে প্রকল্প : বিমান প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, পর্যটন শিল্পকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের অন্যতম উৎসে পরিণত করতে সরকার ১৩০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) সদর দফতরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তিনি বলেন, দেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে নানামুখী প্রচার কার্যক্রম শুরু করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশি পর্যটকরা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গর্জন শোনেনি, বাঘ দেখেছে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার দেখেনি, লেক দেখেছে কিন্তু রাঙ্গামাটির নয়নাভিরাম সৌন্দর্য দেখেনি। এসব দেখার জন্য পর্যটকদের দেশে আনতে যা কিছু প্রয়োজন সরকার সব করবে।

বিপিসি চেয়ারম্যান আখতার উজ জামান খান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক।

আরএম/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।