বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান সড়ক যোগাযোগ চুক্তি অনুমোদন


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৪ আগস্ট ২০১৫

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে চলাচলের জন্য মোটরযান চুক্তি অনুসমর্থের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সড়ক পথে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে পণ্য ও যাত্রীবাহী মোটরযানের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চলাচল করবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
 
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য দেশগুলোর ফোকাল অফিসারদের বৈঠকে খসড়া চূড়ান্ত হবে। আগামী অক্টোবরে এ উপলক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে চার দেশ অংশ নেবে। কার র্যালি ভারতের ভূবেনেশ্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম-ঢাকা-কলকাতায় যাবে।
 
এর আগে গত ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে ‘মোটর ভেহিক্যালস অ্যাগ্রিমেন্ট ফর দ্য রেগুলেশন অব প্যাসেঞ্জার্স, পার্সোনাল অ্যান্ড কারোগা ভেকুলার ট্রাফিক বিটুইন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল, (বিবিআইএন) চুক্তি সই হয়। চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীরা এই চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।