রাজশাহীতে ফটোসাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীতে ফটোসাংবাদিকের উপর হামলা ও সাংবাদিকের নাম ভাঙিয়ে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সময় টেলিভিশনের রাজশাহীস্থ আলোকচিত্রি হাবিবুর রহমান পাপ্পুর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও রাজশাহীতে দিন দিন নামধারী ভূয়া সাংবাদিকদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এসময় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খাঁন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটনসহ স্থানীয় পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শাহরিয়ার অনতু/এমএএস/পিআর