বদলির ২২ দিন পর আবারও রমনা থানায় ওসি মাইনুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বদলি হলেও ২২ দিন পর আবারও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পেয়েছেন কাজী মাইনুল ইসলাম।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

বিএনপি নেতা মির্জা আব্বাসের প্রচারণায় হামলার ঘটনায় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইসিতে কাজী মাইনুলের বিরুদ্ধ অভিযোগ করা হয়েছিল। গত ১৯ ডিসেম্বর তাকে প্রত্যাহার করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এর প্রেক্ষিতে ২৪ ডিসেম্বর তাকে রমনা থানা থেকে ডিএমপির অপারেশন বিভাগে বদলি করা হয়। মঙ্গলবার আবারও তাকে রমনা থানায় বদলি করা হলো।

ডিএমপির দেয়া অফিস আদেশে গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমানকে গোয়েন্দা-উত্তর বিভাগে এবং রমনা মডেল থানার ওসি জানে আলম মুনশীকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।