হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে মনোনয়ন পেল ৩২ ব্যাংক
২০১৯ সালের হজ কার্যক্রমে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহের জন্যে ৩২টি ব্যাংক অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ ৩২টি ব্যাংককে অনুমোদনের চিঠি দেয়া হয়। এখন থেকে অনুমোদনপ্রাপ্ত ৩২টি ব্যাংক প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি সংগ্রহ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হজের কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৮২৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ২৪ হাজার ১৪৭ জন প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন।
সম্প্রতি সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে বিগত বছরের মতো এ বছরও ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। তবে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজযাত্রীর সংখ্যা দেড় লাখে উন্নীত করার প্রস্তাবটি এখনও বিবেচনাধীন রয়েছে।
অনুমোদনপ্রাপ্ত ব্যাংকগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এমইউ/এসআর/এমকেএইচ