জয় দিয়ে ক্রিকেটকে বিদায় জানালো ক্লার্ক


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৪ আগস্ট ২০১৫

ওভালে সিরিজের শেষ টেস্টটি ছিল মাইকেল ক্লার্কের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর এ ম্যাচে ইংল্যান্ডকে ইনিংস ও ৪৬ রানে হারিয়ে অধিনায়ককে স্মরণীয় বিদায়ী উপহার দিলেন স্টিভেন স্মিথ-মিচেল জনসনরা।

আগেই সিরিজ হাত ছড়া হওয়ায় ওভালে নির্ভার ছিল অস্ট্রেলিয়া। তাই হয়তো দূর্দান্ত ক্রিকেট খেলেছে তারা। এক দিন হাতে রেখে চতুর্থ দিনেই জয় তুলে নেয় অজিরা। ওভালে সিরিজের শেষ টেস্টে যথারীতি চালকের আসনে ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৮১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানেই ইংলিশরা গুটিয়ে যায়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০১.৪ ওভার খেলে ২৮৬ রানেই গুটিয়ে যায় অ্যালিস্টার কুক বাহিনী। আর অস্ট্রেলিয়া জয় পায় ইনিংস ও ৪৬ রানে।

এদিকে বিদায়ী টেস্টে ক্লার্ক ১৫ রান করলেও ১১৫ টেস্টে তার মোট রান ৮,৬৪৩। যেখানে ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৩২৯ রান রয়েছে। সাদা পোশাকে তার ব্যাটিং গড় ৪৯.১০। ২৮টি শতকের পাশাপাশি তিনি ২৭টি অর্ধশতকও হাঁকিয়েছেন। ২৪৫টি ওয়ানডেতে ৮টি শতক আর ৫৮টি অর্ধশতকে তিনি করেছেন ৭,৯৮১ রান।

এমআর/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।