প্রতিকৃতি ভাঙচুর: বিএনপির ৩ কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪১ এএম, ১৫ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের অভিযোগে বিএনপির তিন কর্মীর বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আলী ইমরানের আদালতে অভিযোগটি দায়ের করেন নগরীর চকবাজার এলাকার যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু।

মামলার আসামিরা হলেন- চকবাজার এলাকার বিএনপিকর্মী আয়াস খান, মো. মহিবুল্লাহ ও মোদাচ্ছের হোসেন।

বাদীর পক্ষের আইনজীবী ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জাগো নিউজকে লেন, `আদালত বাদীর অভিযোগ আমলে নিয়েছেন এবং ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে ওসি চকবাজারকে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হবে।’

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রাতে কাঁচাবাজার এলাকার একটি দেয়ালে আঁকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আবু আজাদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।