অর্থ আত্মসাত : পূবালী ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে অর্থ আত্মসাত ও প্রতারণার দায়ে পূবালী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে চকবাজার শাখা থেকেই তাদের গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) এবং অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, গত ৭ জানুয়ারি ৪টি চেকের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা ট্রান্সফার করেন। পরে ওই টাকা আত্মসাত ও প্রতারণার দায়ে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে তিন কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করছে দুদক।

তিনি আরও বলেন, আজ (সোমবার) দুপুরে পূবালী ব্যাংকের চকবাজার শাখা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় জড়িত চার গ্রাহক পলাতক বলেও জানান তিনি।

আবু আজাদ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।