লাফার্জ সিমেন্ট ব্যবহার করবে মান্নান চ্যারিটেবল ট্রাস্ট


প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৩ আগস্ট ২০১৫

অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান মান্নান চেরিটেবল ট্রাস্ট এখন থেকে তাদের সব ধরনের নির্মাণ প্রকল্পে লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে বলে ঘোষণা দিয়েছে।

রোববার লাফার্জ সুরমার প্রধান কার্যালয়ে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড (এলএসসি) এর সঙ্গে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

প্রতিষ্ঠানটির ফিন্যান্স ডিরেক্টর মাসুদ খান এবং হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান চুক্তিতে সই করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লাফার্জ সুরমা দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট এবং বছরের পর বছর ধরে কোম্পানিটি গুণগতমান সম্পন্ন সিমেন্ট বাজারজাত করে আসছে।

এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছেন।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।