বাড্ডায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু


প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৩ আগস্ট ২০১৫

গত ১৩ আগস্ট রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় আহত যুবলীগ নেতা আবদুস সালাম (৪০) মারা গেছেন। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাড্ডা ইউনিয়ন যুবলীগের এই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সেন্টু দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড্ডায় গোলাগুলির ঘটনায় এপর্যন্ত চারজনের মৃত্যু হলো।

এর আগে, ১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগরে সন্ত্রাসীদের গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা (৪০), ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামছু মোল্লা (৫২) এবং স্বেচ্ছাসেবক লীগকর্মী মানিক (৪০) মারা যান।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।