হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৩ অক্টোবর ২০১৪

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে যোগেন পাল (৪৮) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি তাকে আটক করেন।

আটক যোগেন পাল ভারতের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার গোপালপুর-নয়াবাজার গ্রামের মৃত যদ্দি পালের ছেলে।

বিজিবি’র হিলি চেকপোষ্ট ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ জানান, আটককৃত ভারতীয় যোগেন সকালে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের পাশদিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তার কাছে বৈধ কোনো কাগজপত্র আছে কি-না দেখতে চাইলে তিনি অবৈধভাবে প্রবেশ করেছেন বলে স্বীকার করেন। পরে বিজিবি সদস্যরা তাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্য নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।