ব্যর্থ হলে দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ে থাকবো না : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১০ জানুয়ারি ২০১৯

ভূমিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে চট্টগ্রাম ফিরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়কে টপ ফাইভে নিয়ে যেতে চাই। এটা আমার চ্যালেঞ্জ। এটা আমি অবশ্যই অর্জন করবো। কোনো ব্যর্থতার দায়ভার নিয়ে আমি মন্ত্রণালয় থাকবো না। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে। মন্ত্রণালয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবো।’

মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে প্রথমবার চট্টগ্রাম এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ে কাজের অনেক সুযোগ আছে। এটা জনগণকে সেবা দেয়ার মন্ত্রণালয়। আমাদের যে টিম আছে, ডিসিসহ সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সবাইকে নিয়ে ভূমি মন্ত্রণালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।’

এ সময় চট্টগ্রামবাসীর কাছে দোয়া চেয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন, বিশ্বস্ততার মাধ্যমে সেই গুরুদায়িত্ব যেন পালন করতে পারি। ২০২১ সাল পর্যন্ত সরকারের যে এজেন্ডা আছে, সেটা বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসন থেকে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর সন্তান।

আবু আজাদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।