চমক দেখিয়ে স্বর্ণ জিতলেন বোল্ট


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৩ আগস্ট ২০১৫

সকল জল্পনা কল্পনা উড়িয়ে ১০০ মিটারে শেষ পর্যন্ত স্বর্ণ জিতলেন উসাইন বোল্ট। এই ইভেন্ট নিয়ে সারা বিশ্বে আলোচনার ঝড় ছিল। অনেকেরই ধারণা ছিল এবার হয়তো খালি হাতেই ফিরতে হচ্ছে এই জামাইকানকে। কারণ চলতি বছরে দুর্দান্ত ফর্মে ছিলেন মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন।

রোববার বেইজিংয়ে ১০০ মিটারের এই মর্যাদার লড়াইয়ে সকলের চোখ ছিল বোল্ট এবং গ্যাটলিনের উপর। আগের দিন হিটেও তেমন আশা দেখাতে পারেননি বোল্ট। ৯.৯৬ সেকেন্ডে দৌঁড় শেষ করেছিলেন তিনি। অপরদিকে, প্রতিপক্ষ জাস্টিন গ্যাটলিন সময় নিয়েছিলেন ৯.৮৩ সেকেন্ড। তাই স্বাভাবিকভাবেই সবাই এক বাক্যে ফেবারিট ঘোষণা করেছিলেন গ্যাটলিনকে।

কিন্তু মঞ্চের শেষ দৃশ্যে আকর্ষণ লুকিয়ে রেখেছিলেন বোল্ট। ৯.৭৯ সেকেন্ডে শেষ করেন ১০০ মিটার! প্রতিপক্ষ জাস্টিন গ্যাটলিন শেষ করলেন ৯.৮০ সেকেন্ডে। আর তাই নুন্যতম ব্যবধানে হেরে রূপা পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। এরই মধ্য দিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিলেন এই বোল্ট। কানাডার আন্দ্রে ডি গ্রেস ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয় লাভ করেন।  

এর আগে, দোহায় গ্যাটলিন নিজের রেকর্ড ভেঙে ১০০ মিটার শেষ করেন ৯.৭৪ সেকেন্ডে। অপরদিকে, নানা চোটে জর্জরিত বোল্ট যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। মাস খানেক আগে লন্ডন ডায়মন্ড অ্যানিভারসারি মিটে অংশ নেবার আগে চলতি বছরে এই জামাইকান ১০.১২ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার শেষ করতে পারেন নি। তবে লন্ডনে ৯.৮৭ সেকেন্ডে সোনা জিতেন এই গতিদানব।

আরটি/এএইচ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।