সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৩ আগস্ট ২০১৫
ফাইল ছবি

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা লালদিঘীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক ডেটোনেটর ও আটটি পেট্রলবোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।

রোববার বিকেল ৪টার দিকে লালদিঘী পাড়ের ওয়ান ব্যাংকের পাশে পরিত্যক্ত একটি মার্কেটের সামনে থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাব ৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিকেল ৪টার দিকে বিশেষ একটি টিম নিয়ে অভিযানে নামে। এ সময় তারা সেখান থেকে ইলেকট্রিক ডেটোনেটর নামে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচটি বোমা, আটটি পেট্রলবোমা, দুইটি হাত বোমা, পাঁচটি পাওয়ার জেল, ৯টি চকলেট বোমা উদ্ধার করে।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।