নড়াইলে প্রতিপক্ষের গুলিতে নিহত ১


প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৩ আগস্ট ২০১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সৈয়দ ইলিয়াস আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো পাঁচজন আহত হন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকার লতিফুর রহমান পলাশ ও বনি শেখের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আর এরই জের ধরে বিকেলে কুমড়ি পশ্চিমপাড়ায় দুইপক্ষের সংঘর্ষে বেঁধে। সংঘর্ষে চলাকালে পলাশ গ্রুপের লোকজন বনি শেখের ওপর গুলি চালায়। এ সময় গুলিতে বনি শেখ গ্রুপের সৈয়দ ইলিয়াস আলী নিহত হন। তার বুকের ডান পাশে ও গলার নিচে দুইটি গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিমুল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্তি পুুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

হাফিজুল নিলু/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।