রাজনৈতিক সরকারের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৩ আগস্ট ২০১৫

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, `বঙ্গবন্ধুকে প্রধান করে গঠিত ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত সরকারই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। আর ১০ই এপ্রিলের ঘোষণা ছিল স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত রাজনৈতিক সরকারের নেতৃত্বেই আমরা স্বশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা লাভ করি।

রোববার `স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস` বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষকদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার ১১তম দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি সার্থক সফল জনযুদ্ধ। ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ভিত্তি রচনা করেন। তাই বঙ্গবন্ধুই হলেন আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহানায়ক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, কোর্স উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন, রেজিস্ট্রার এবং বিভাগীয় প্রধানগণ।
                
আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।