সিফাতকে বাঁচাতে কূল পাচ্ছেন না পরিবার


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৩ আগস্ট ২০১৫

সিফাত। বয়স তিন বছর একমাস। শুরু থেকেই কিডনি সমস্যায় ভুগছে সে। দুটি কিডনিতেই সমস্যা তার। এ কারণে তার পেট ও মুখমণ্ডল ফুলে গেছে। বন্ধ হয়ে গেছে প্রসাবও। ইতোমধ্যে ভাবতে শুরু করেছে সে আর বাঁচবে না। তাই, যে তাকে দেখতে যায় তারই কাছে দোয়া চায়।

সিফাতকে বাঁচাতে ইতোমধ্যে কূল হারিয়ে ফেলেছে তার পরিবার। এখন তাদের অনেক টাকা দরকার। ইতোমধ্যে বাড়ির সব সম্পত্তিও বিক্রি করে ফেলেছে তার বাবা। এখন আর চিকিৎসা ব্যয় অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না তার পক্ষে।  বর্তমানে তাকে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিফাতের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের রামনগর গ্রামে। সিফাতকে সাহায্য পাঠিয়ে সহযোগিতা করুন।

মা সুমা আক্তার-এর এই সঞ্চয়ী হিসাব নং- ১০৫৩৮, জনতা ব্যাংক লিমিটেড, বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর শাখা। মোবাইল নম্বর- ০১৭৮৯০৭৫১০১।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।