কালিয়াকৈরে আ.লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৩ আগস্ট ২০১৫

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের ডাকা আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ২০/২২ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই মো. মামুন সিরাজুল মজিদ ওরফে মোতালেব দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের  সদস্য মো. মোশারফ সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সরকার মোশারফ হোসেন জয়, সাবেক ছাত্রলীগ নেতা সিকদার মো. জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খাত্তাব মোল্লা, সভাপতি মো. রিয়াজ উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

মামলার বাদি উল্লেখ করেন দলীয় এবং ব্যবসায়িক বিষয় নিয়ে আসামিরা রফিকের সঙ্গে শক্রতা করে আসছিল।

এদিকে, রোববার হরতাল চলাকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রানা, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান এম এ আলীম, অ্যাডভোকেট হারুন অর রশীদ প্রমুখ। এ সময় নেতাকর্মীরা খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার বিকালে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা চলাকালে মঞ্চের কাছে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম নিহত হন।
                        
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।