রেকর্ডের পর রেকর্ড শেখ হাসিনার

ফজলুল হক শাওন
ফজলুল হক শাওন ফজলুল হক শাওন , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৮ জানুয়ারি ২০১৯
সোমবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেন শেখ হাসিনা

রেকর্ডের পর রেকর্ড গড়ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন তিনি। এছাড়া ৭ বারের সংসদ সদস্য, তিনটি সংসদের বিরোধী দলের নেতা -এমন রেকর্ড বাংলাদেশে আর নেই। এসব রেকর্ড গড়েই শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে বেশি সময় ক্ষমতাধর নারীদের পাশে দাঁড়ালেন। অর্থাৎ শেখ হাসিনা এখন ‘এলিট ক্লাবের’ সদস্য।

সোমবার (৭ জানুয়ারি) টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ শপথ নেওয়ার মধ্য দিয়ে সর্বশেষ রেকর্ড গড়েন তিনি।

টানা প্রায় ৩৮ বছর ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। চারবার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার এমন দৃষ্টান্ত বাংলাদেশে আর নেই।

১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ৫ বছর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। এরপর ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে সোমবার (৭ জানুয়ারি) টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

বাংলাদেশের তিনটি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন শেখ হাসিনা। ১৯৮৬ সালে তৃতীয় সংসদ, ১৯৯১ সালে পঞ্চম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শেখ হাসিনা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা নারীদের ‘এলিট ক্লাবে’ প্রবেশ করেছেন। চারবার সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছেন। জীবিত নারীদের মধ্যে চতুর্থবারের মতো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এখন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নারীদের ‘এলিট ক্লাবে’ প্রবেশ করলেন ৭২ বছর বয়সী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের জন্য এটি আরেকটি রেকর্ড।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম। শিক্ষাজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। সে সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বিদেশে থাকায় বেঁচে যান। ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালে ১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই দেশে ফেরেন তিনি।

এফএইচএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।