বীরগঞ্জে পুলিশের মোটরসাইকেল ছিনতাই


প্রকাশিত: ১১:১৬ এএম, ২৩ আগস্ট ২০১৫
ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউর রহমানের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। শনিবার রাত সাড়ে ৩ টায় বীরগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এসআই মো. শফিউর রহমান জানান, কর্তব্য শেষে মোটরসাইকেল নিয়ে রাত সাড়ে ৩ টায় বীরগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় ফিরে আসি। সেখানে বীরগঞ্জ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. দুলাল হোসেনের বাড়ির সামনে দুইটি মোটরসাইকেল দেখে আমার সন্দেহ হয়। আমি এগিয়ে গিয়ে আমার মোটরসাইকেল হর্ন দিয়ে জিজ্ঞাসা করি, মোটরসাইকেল বাইরে কেন? এ সময় বাড়ির ভিতর থেকে ৩জন লোক বেরিয়ে এসে দেশীয় অস্ত্র নিয়ে আমার দিকে তেড়ে আসে।

একজন চাপাতি দিয়ে আমাকে আঘাত করতে চাইলে আমি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাই। আমার আত্মচিৎকারে তারা বাজাজ ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। আমি তাৎক্ষণিকভাবে ফোনে বিষয়টি থানাকে অবহিত করি।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সুজালপুর ইউনিয়নের জগদল এলাকায় পানি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।