সালাউদ্দিন লাভলুর নাটকে জিনিয়া


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৩ আগস্ট ২০১৫

সময়ের প্রতিভাবান অভিনেত্রী জিনিয়া খন্দকার। কিছু এক ঘণ্টার নাটক দিয়ে আলোচনায় এসেছেন। নিয়মিতই কাজ করছেন বেশ কিছু ধারাবাহিক নাটকে।

সম্প্রতি জিনিয়া সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ভিলেজ ইঞ্জিনিয়ার’ নামে একটি কমেডি সিরিয়ালের কাজ শুরু করেছেন। এটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। জিনিয়া জানান, নাটকে তার চরিত্রটি বেশ মজার। তিনি বলেন, ‘একটু ভিন্ন স্বাদের নাটক ‘ভিলেজ ইঞ্জিনিয়ার। এখানে আবুল হায়াত আঙ্কেলের মতো তারকাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। লাভলু ভাইকে ধন্যবাদ এ নাটকে আমাকে সুযোগ দেয়ার জন্য।’

জিনিয়া জানালেন, কোরবানী ঈদের পর আরটিভিতে সপ্তাহে তিন দিন ভিলেজ ইঞ্জিনিয়ার প্রচার হবে।

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফ্লিমের ‘মধুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে পথ চলার শুরু জিনিয়ার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন নামী পরিচালকদের সাথে খন্ড নাটকে। বর্তমানে জিনিয়ার ছয়টি সিরিয়াল বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। সেগুলো হলো অক্ষয়, ডিবি, নীড়ের খোঁজে গাংচিল, আনন্দ গ্রাম এবং মামা বাড়ীর আবদার।

নাটকের পাশাপাশি জিনিয়া মডেল হিসেবেও নিয়মিত কাজ করছেন। ইতিমধ্যে হায় ফ্যাশন গ্যালারী, হুইল, প্রাণ পটেটো ক্রেকার্স, ডানোর বিজ্ঞাপনে কাজ করেছেন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।