নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৩ আগস্ট ২০১৫

দেশে নারী ও শিশু নির্যাতন এবং লেখক, বুদ্ধিজীবী ও মুক্তমনাদের হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নামের একটি সংগঠন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী মুক্তি সংসদের সভাপতি ও সংসদ সদস্য হাজেরা সুলতানা, সাধারণ সম্পাদক সালেহা সুলতানা, ঢাকা মহানগরী সভাপতি রায়হানা কামাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বাড়িতে, গাড়িতে নারীরা ধর্ষিত হচ্ছে। মায়ের পেটেও শিশুরা নিরাপদে নেই। এটা স্বাধীন দেশে হওয়ার কথা নয়।

তারা আরো বলেন, কিছু দিন আগে ব্লগার নীলকে হত্যা করা হয়েছে। এর আগেও ব্লগারদেরকেই হত্যা করা হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র। দেশে আজ যত্রতত্র খুন হচ্ছে, নির্যাতন হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতির কারণেই এসব ঘটনা ঘটছে। সরকার বলছে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা। ক্ষমতায় থাকতে হলে এসব বন্ধ করতে হবে।তা না হলে স্বাধীনতার পক্ষের শক্তির কথা বলেও কোনো লাভ হবে না।

এসব ঘটনা রোধে সকলকে মাঠে নামার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মানুষের জন্যই মানুষ। তাই মানুষের এই বিপদে সবাইকে মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।