গোপালগঞ্জে সওজের কর্মকর্তাসহ ৪ জন লাঞ্ছিত


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৩ আগস্ট ২০১৫

গোপালগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের একটি নির্মাণাধীন সড়কের সাইট পরিদর্শনে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ওই বিভাগের সেকশন অফিসার মো. আব্দুল হালিমসহ আরো তিন কর্মচারী। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিনজনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি চাঁদাবাজী মামলা হয়েছে। লাঞ্ছিত সেকশন অফিসার মো. আব্দুল হালিম জাগো নিউজকে জানান, ১০টি ব্রিজসহ সদর উপজেলার সাতপাড় থেকে কাশিয়ানীর রামদিয়া পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে। সাপ্তাহিক আলোড়ন নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয়ে ওই এলাকার বীজু মোল্লা নামে এক লোক দু’চার দিন পর পরই ওই রাস্তায় আসেন এবং শুধু শুধু কাজের মান নিয়ে নানা ধরনের অভিযোগের বাহানা তুলে সাহায্য-সহযোগিতা চান। সেই সঙ্গে ৫শ/হাজার টাকা নিয়ে যান।

এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান জেভি কনস্ট্রাকশনের ঠিকাদারের বাড়ি নাটোরে হওয়ায় এবং তার নিয়োগকৃত ওয়ার্ক-অ্যাসিস্ট্যান্টও এলাকার না হওয়ায় তিনি ঝামেলা এড়াতে ৫শ/হাজার টাকা করে দিয়ে বিদায় করে দিতেন।

তিনি আরও জানান, ওইদিন তিনি কাজের সাইট পরিদর্শনে গেলে সাংবাদিক নামধারী ওই লোক এবং উজ্জ্বল ও দুলাল নামে আরও দুই সহযোগী সঙ্গে নিয়ে সীতারামপুর এলাকায় ভক্তবাড়ি ব্রিজ নির্মাণস্থলে যান এবং অন্যদিনের মতোই এলোমেলো কথা বলে আরও টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে একপর্যায়ে আমার সঙ্গে বাক-বিতণ্ডা হয় এবং তার প্রস্তাবে রাজি না হওয়ায় বাক-বিতণ্ডার মধ্যেই তারা আমাকে, আমার ড্রাইভার আবুল খায়ের, পিয়ন শাহিন সরদার ও মো. আজিমকে এলোপাথারি মারপিট শুরু করেন। এসময় কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক ঠেকাতে এলে শ্রমিকদেরকেও তারা মারপিট করে দ্রুত এলাকা ত্যাগ করেন।
 
ঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়ানী থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, এ বিষয়ে কাশিয়ানী থানায় তিনজনকে আসামি করে ওই অফিসের পিয়ন শাহিন সরদার বাদী হয়ে রাতেই একটি চাঁদাবাজীর মামলা করেছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।