সুদের টাকা না পেয়ে হাতুড়িপেটা


প্রকাশিত: ১০:১২ এএম, ২৩ আগস্ট ২০১৫

বরিশালের আগৈলঝাড়ায় সুদিমহাজনের পাওনা টাকা দিতে না পারায় দুজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার রাজিহার গ্রামের কমল দাসকে দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহ আলম খলিফার ছেলে ওই এলাকার সুদ ব্যবসায়ী হাছান খলিফা সুদের টাকার জন্য বাড়ি থেকে ডেকে নেন। এক পর্যায়ে কমল ও শ্যামলকে জোরপূর্বক ইজিবাইকে তুলে গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামে নিয়ে সুদের টাকার জন্য হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে একই এলাকার শ্যামল মধুকেও পিটিয়ে আহত করা হয়।

তখন সুদি মহাজন হাছান খলিফা টাকার জামিনদাতা শ্যামলের কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যামে স্বাক্ষর রাখেন বলে তিনি অভিযোগ করেন। হাছানের শ্বশুর বাড়ির লোকজন কমল ও শ্যামলকে ওই ইজিবাইকে করে গুরুতর আহত অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেন। হাছানের বাড়ি আগৈলঝাড়া হাসপাতালের সঙ্গে হওয়ায় তার ভয়ে আহতরা আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি না হয়ে গৌরনদী হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই দিন রাতেই এএসআই (সহকারী উপ-পরিদর্শক) নুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।