বিপিএল নিয়ে জুয়া : মিরপুরে ১২ জনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ এএম, ০৬ জানুয়ারি ২০১৯

রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএল নিয়ে জুয়া খেলার সময় ১২ জনকে আটকের পর জেল-জরিমানা করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে ৭ দিন করে কারাদণ্ড এবং বাকিদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

শনিবার সন্ধ্যায় বিপিএল ম্যাচ চলাকালে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ জনই স্টেডিয়ামে বিপিএল খেলা চলাকালে বাজি ধরে জুয়া খেলছিল। আটকদের মধ্যে মো. খোকন ও মো. আশিক নামে দু’জনকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়। বাকি ১০ জনকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বিপিএল চলাকালীন ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এআর/এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।