রানা দাস গুপ্তের বক্তব্য মৌলবাদী গোষ্ঠীকে উদ্বুদ্ধ করবে


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৩ আগস্ট ২০১৫

হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবু রানা দাস গুপ্তের বক্তব্য মৌলবাদী গোষ্ঠীকে উদ্বুদ্ধ করবে মন্তব্য করে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস বলেছেন এতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দৈনিক প্রথম আলোতে দেওয়া বাবু রানা দাস গুপ্তের অসত্য বক্তব্যের প্রতিবাদ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১৬ আগস্ট দৈনিক প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে রানা দাস গুপ্ত বলেছেন পিরোজপুরের ঘটনায় স্কুল শিক্ষকদের ও হিন্দু নেতাদের ভয়ভীতি দেখিয়ে ঢাকায় আনা হয়েছে। এবং পিরোজপুর নিবাসী জগন্নাথ হলের ছাত্রদেরও যোগ দিতে বলা হয়েছিল তারা যায়নি। এই অসত্য বক্তব্যের প্রতিবাদ করছি। কারণ তাদেরকে জোর করে নেওয়া হয়নি তারা সকলেই স্বত:স্ফূর্তভাবেই অংশ নিয়েছিল।

কানাই লাল বিশ্বাস বলেন, গত ৬ আগস্ট মানবন্ধন পালন করে পিরোজপুর-১ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল জায়গা দখলে উদ্যোগী হয়েছেন এমন বক্তব্যও অসত্য।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের সংখ্যালঘুদের বাড়ি-ঘর ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগ, নারী র্নিযাতন, হত্যাসহ যে তাণ্ডব শুরু হয়েছিল ,তখন জীবন বাজি একেএমএ আউয়াল পিরোজপুর জেলার সংখ্যালঘুদের রক্ষা করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কুমার বাচ্চু,  হিন্দু, বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের স্বরূপকাঠি উপজেলা শাখার আহবায়ক আশিস কুমার পাল প্রমুখ।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।