‘কেউ আর বলবে না আওয়ামী লীগ একটি অনুভূতির নাম’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৯

‘আওয়ামী লীগ একটি অনুভূতির নাম’ এমন সুন্দর কথার জাদুঘর, দুঃসময়ের সাহসী মানুষ সৈয়দ আশরাফ আর নেই। ‘আমাদের আশরাফ ভাই আর নেই।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক রাজনীতিবিদ ও এক চিকিৎসকনেতার দুটি ছোট্ট স্ট্যাটাস। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে তারা এ স্ট্যাটাস দেন।

সৎ, পরিচ্ছন্ন, নির্লোভ ও নির্মোহ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজফিডজুড়ে চোখে পড়ে শুধুই সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকগাথা। সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতি রোমন্থন করে তারা সকলেই অভিব্যক্তি প্রকাশ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা অধ্যাপক কাবেরী গায়েন লিখেছেন, ‘রাজনীতি যখন রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে যাচ্ছে ক্রমাগত, তখন একজন বিশুদ্ধ রাজনীতিকের প্রয়াণে শোক করি।’

শেখ রোকন নামের একজন লিখেছেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম সেই বিরল রাজনীতিবিদদের একজন, যিনি দলীয় আনুগাত্য ও আদর্শে অটল থেকেই প্রতিপক্ষেরও প্রিয়ভাজন হতে পেরেছিলেন। এই গুণ তিনি পেয়েছিলেন আওয়ামী লীগের আরেকজন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। বিদায় নরসুন্দা নদীর সন্তান।’

প্যাট্রিক ডি কস্তা নামের একজন সাংবাদিক লিখেছেন, ‘এক রাজনৈতিক মহামানবের চিরবিদায়।’

এমনই হাজারও শোকের বার্তা ফেসবুকের নিউজফিডে ভেসে বেড়াচ্ছে।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।