মধ্যরাতে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৩ জানুয়ারি ২০১৯

রাজধানীর সেগুন বাগিচা এলাকায় আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনার জেরে বেশ কয়েক রাউন্ড গুলি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার দিবাগত মধ্যরাতে সেগুনবাগিচা কাঁচাবাজারের কাছে প্রায় ৩০ মিনিট ধরে চলে এই সংঘর্ষ। প্রত্যক্ষদর্শী কয়েকজন গোলাগুলি হয়েছে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন।

উত্তেজনার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ঘটনার কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন ওসি।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বাজারের কাছে একটি নির্বাচনী ক্যাম্পে স্বেচ্ছাসেবক লীগের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা অনেক কর্মী এনে আতংক সৃষ্টি করে ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের ধাওয়া দেয়। পরে তারা পালিয়ে যায়।

এআর/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।